আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। প্রাথমিক তালিকায় নাম থাকা ২৮৫ বিদেশির মধ্যে তিনি-ই একমাত্র টাইগার ক্রিকেটার।

আগামী ১৯ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এসএ২০-তে নিলামের প্রাথমিক তালিকায় নাম আছে মোট ৫৩৩ জন ক্রিকেটারদের, যার মধ্যে দক্ষিণ আফ্রিকার ২৪৮ জন। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আইপিএলের বাইরে খেলতে দেওয়া হয় না বলে তালিকায় ভারতের কেউ নেই। আর জানুয়ারিতে আন্তর্জাতিক ব্যস্ততা ও এর কিছুদিন পিএসএল আছে বলে পাকিস্তানের কোনো ক্রিকেটারও নেই।

২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সমান্তরালে সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০ এবং বাংলাদেশের মাটিতে বিপিএলও হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের খালেদ আহমেদ নিলাম তালিকায় নাম লিখিয়েছেন ১ লাখ ৭৫ হাজার র‌্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ১০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে।

সবচেয়ে বেশি ১৭ লাখ ৫০ হাজার র‌্যান্ডে (প্রায় এক লাখ ১ হাজার ডলার) নাম তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস এবং ওডেন স্মিথ। নিলামে দেশি-বিদেশি মোট ৫৩৩ ক্রিকেটারের সঙ্গে আরও নাম যোগ হতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের পছন্দের ক্রিকেটারদের নাম দিতে বলা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। সব কটি দলের মালিকানা কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা।

প্রতিটি দল খেলোয়াড় কেনা বাবদ ২ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে। দলভুক্ত করতে পারবে সর্বোচ্চ ১৭ জন। এরই মধ্যে প্রতিটি দল ২ থেকে ৫ জন ক্রিকেটার নিলামের বাইরে থেকে দলে ভিড়িয়ে নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে