ম্যানচেস্টারে শততম টেস্ট খেলার রেকর্ড গড়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে শততম টেস্ট খেলার রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাইলফলকের শততম টেস্ট খেলতে নেমে আবার সেটি স্মরণীয়ও করে রেখেছেন বল হাতে। ঘরের মাঠে শততম টেস্ট খেলতে নামা অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ৩২ রানে নিয়েছেন ৩টি উইকেট। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে দিতে অবদান রেখেছেন। তার মধ্যে আবার দুটি নিয়েছেন পর পর।

৭২জন ক্রিকেটার ক্যারিয়ারে টেস্ট খেলার সেঞ্চুরি পূরণ করলেও ঘরের মাঠে অন্য কোনো ক্রিকেটার এতগুলো টেস্ট খেলতে পারেননি। এমনকি ২০০ টেস্ট খেলা শচীন টেন্ডুলকার নন। ভারতীয় লিজেন্ড ঘরের মাঠে খেলেছেন ৯৪টি টেস্ট। এই তালিকায় এখন অ্যান্ডারসনের পরেই তার স্থান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে