প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিলো স্বাগতিক আয়ারল্যান্ড। মনে হচ্ছিল সহজভাবেই সিরিজ জিতে নেবে তারা। তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজে সমতা আনে সফরকারী আফগানিতান। ফলে পঞ্চম ম্যাচটা ফাইনালে পরিণত হয়। শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় দিয়ে সিরিজ জিতে নিল আইরিশরা।
এদিন টস জিতে আগে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। বৃষ্টির কারণে ম্যাচটি প্রথমে নেমে আসে ১৫ ওভারে। আইরিশদের বোলিং তোপে আফগানদের হয়ে উসমান গনি বাদে কেউই হাত খুলে খেলতে পারেনি।
গনি ৪০ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৪ রান করে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওমরজাই’র (১৫ রান) ব্যাট থেকে। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার নেন তিনটি উইকেট। আর ১৪ রান দিয়ে দুইটি উইকেট নেন জশ লিটিল।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রান। যা দুই বল ও ৭ উইকেট হাতে রেখে তুলে ফেলে তারা। শুরু থেকেই বুঝে-শুনে খেলতে থাকে আইরিশ ব্যাটাররা। মাঝে মুজিব উর রহমান দ্রুত দুই উইকেট নিয়ে কিছুটা চাপে ফেলেছিল আয়ারল্যান্ডকে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যান্ডি বালবির্নির দল।
এদিকে মুজিব উর রহমানের বলে আউট হওয়ার আগে ৩০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করেন পল স্টারলিং।