আগামী বছরের ৫ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াতে যাচ্ছে। চলতি আসরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের প্রথম আসর থেকেই বিতর্ক ও সমালোচনা চললেও গত আটটি আসরেও সেসব বিতর্ক কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেতের অভিভাবক সংস্থা বিসিবি।

তাই এবার বিপিলের নবম আসরের আগে খানিকটা নড়েচড়ে বসেছে বোর্ড। এরই অংশ হিসেবে আগামী আসর থেকে ঢালাওভাবে টুর্নামেন্টটি সাজাতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা।

আসন্ন আসরে বেশ কিছু পরিবর্তন আসতে পারে টুর্নামেন্টের আয়োজনে।

বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তিন বছরের চুক্তির কথা ভাবছে বোর্ড। এতে করে লাভের মুখ দেখা সম্ভব হবে ফ্র্যাঞ্চাইজিদের।

আগের আসরগুলোতে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে ফ্র্যাঞ্চাইজিদের গড়িমসি দেখা গেছে। এতে বকেয়া পড়ে যেত ক্রিকেটারদের পারিশ্রমিক। এটি রোধে পন্থা নিতে যাচ্ছে বিসিবি।

পারিশ্রমিকের নিরাপত্তা ইস্যুতে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। গ্যারান্টি হিসেবে সাড়ে আট কোটি টাকা দিতে হবে বোর্ডকে। আর ফ্র্যাঞ্চাইজি ফি দেড় কোটি টাকা তো আছেই। সব মিলিয়ে মৌসুম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিকে গুনতে হবে ১০ কোটি টাকা।

২ আগস্ট শুরু হয়েছে বিপিএলে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদনের সময়। ৩০ আগস্ট পর্যন্ত করা যাবে আবেদন।

গত আসরে বেক্সিমকো ও জেমকন গ্রুপ না থাকলেও নবম আসরে ফিরে আসছে এ দুই ফ্র্যাঞ্চাইজি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে