সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশকে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে হারিয়ে যেন এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এবার ঘরের মাঠে ক্রিকেটের পরাশক্তি ভারতের মুখোমুখি হওয়ার পালা জিম্বাবুয়ের। সেই সিরিজকে সামনে রেখে ভারতকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা ইনোসেন্ট কাইয়া।

বাংলাদেশের পর ভারতকেও ২-১ ব্যবধানে হারানোর প্রত্যয় জানিয়েছেন এ জিম্বাবুয়ান ব্যাটিং-অলরাউন্ডার। ভারতের বিপক্ষেও আগ্রাসী ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন তিনি।

কাইয়া বলেছেন, ‘আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। ভারতকে হারাতে পারব বলেই মনে হচ্ছে। আমি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। একাধিক শতরান করতে চাই। এই সিরিজে আমার পরিকল্পনা খুব সাধারণ। নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছি।’

জিম্বাবুয়ে এখন যে ফর্মে রয়েছে তাতে ভারতের বিপক্ষে জয় অসম্ভব কিছু নয় বলে মনে করে এ ব্যাটিং অলরাউন্ডার।

আইসিসি র‍্যাংকিংয়ের ১৫ নম্বরের দল হলেও ঘরে মাঠে জিম্বাবুয়ে বেশ ভয়ঙ্কর বলে স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

কাইয়া বলেন, ‘এটা শুধু ভালো বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং করার বিষয় নয়। এটা মানসিকতার ব্যাপার। কোচ ডেভ হটন আমাদের সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলেন। আমরা ঠিক সেটাই করছি এখন। আমরা এখন শট খেলতে একটুও ভয় পাই না। মানসিকতার পরিবর্তন আমাদের খেলাও বদলে দিয়েছে। তাই এখন জয় পাওয়া আমাদের জন্য খুব বড় বিষয় নয়।’

জিম্বাবুয়ের এ তরুণ ওপেনার কাইয়া শুধু ব্যাটিংই নন, লেগস্পিনও করেন দারুণ। এখনও পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৬টি এক দিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক। আর তিনিই হুঁশিয়ারি দিয়ে রাখলেন শিখর ধাওয়ানের দলকে।

উল্লেখ্য, ছয় বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। গত ২১ বছর ধরে জিম্বাবুয়ের কাছে হারেনি ভারত। সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। সিরিজ শুরু হবে ১৮ আগস্ট থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে