জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত ৩ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) ফল প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটে পাসের হার ৫০ শতাংশের বেশি। এই ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত আবেদন করেছিলেন ৭৬ হাজার ৩০৯ শিক্ষার্থী। এর মধ্যে ১৯ দশমিক ৩৭ শতাংশ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে শতকরা প্রায় ৫০ জন ফেল করেছেন। ছেলেদের মধ্যে ২২ হাজার ৯২৭ ও মেয়েদের মধ্যে ১০ হাজার ৯৯৩ জন পাস করেছেন।

‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৮৭ দশমিক ৪০ পেয়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মো. মাহিদুল ইসলাম আকিব এবং ৮৪ দশমিক ৪০ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন সাদিয়া আক্তার। ‘এ’ ইউনিটে ছেলেদের পাশের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ ও মেয়েদের পাশের হার ৫৪ দশমিক ০১ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে