বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জুলাই রাজধানীর তিনটি কেন্দ্রে অর্থাৎ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ৫৫৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের কক্ষ নম্বর ও আসনবিন্যাস সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের নোটিশ বোর্ড ও কমিশনের ওয়েবসাইটে ২৮ জুলাই প্রকাশ করা হবে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪০০, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষার্থী ৩ হাজার ৪০০ জন ও সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষার্থী ১ হাজার ৭৫৮ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে