হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের জুনিয়র অডিটরের লিখিত পরীক্ষা আগামী ২২ জুলাই সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৪০০ জন। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর নামে নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় ব্যবহৃত হবে।

প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে/চুরি হয়ে গেলে হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ওয়েবসাইট এবং http://cga.teletalk.com.bd/err.php?err=532 টেলিটকের এ ওয়েবসাইট থেকে প্রার্থীরা আবার ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে কেন্দ্র প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার সুবিধার্থে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে