বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে (বিএসআরআই) রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে লোক নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে আহ্বান করা হয়েছে।

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা।

পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি বা বিএজি (কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি বা কৃষি প্রকৌশল) অথবা কৃষি পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, ফলিত রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন ফি জমা দেয়া: অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ৩০০ টাকা এবং সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোটা ৩৩৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় : ২৭ জুন ২০২২, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় : ২৬ জুলাই, ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : http://bsri.teletalk.com.bd/doc/BSRI.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে