বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশে হেলথ সুপারভাইজার পদে ১৮ জনকে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন করতে আহ্বান করা হয়েছে।

পদের নাম : হেলথ সুপারভাইজার। 

পদের সংখ্যা : ১৮টি।

আবেদনের যোগ্যতা : ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) কোর্স সম্পন্ন হতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে।প্রত্যন্ত এলাকায় অবস্থান করে কাজ করতে হবে এবং বাইসাইকেল চালিয়ে কাজ করা বাধ্যতামূলক। প্রকল্প এলাকার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর। তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কর্মস্থল : চূড়ান্ত নিয়োগের পর কর্মীদের টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, বগুড়া, রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় কাজ করতে হবে।

বেতন ও  সুযোগ : মাসিক বেতন সাকুল্যে ১৫০০০ টাকা। এ ছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতা প্রদান করা হবে।

অনলাইনে আবেদন যেভাবে করবেন : আবেদনপত্র পাঠাতে হবে নির্বাহী পরিচালক বরাবর। আবেদন পত্রের সঙ্গে জীবন বৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের স্ক্যানকপি সংযুক্ত করে jobs@burobd.org ইমেইলে পাঠাতে হবে।

আবেদনপত্র শেষ তারিখ : ৪ জুলাই, ২০২২।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে