বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটির লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন ডিভিশনের (এলআইডি) উদ্যোগে ওয়ার্কশপ অন লাইব্রেরি রিপোজিটরি সফটওয়্যার : ডিস্পেস শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম গত শুক্রবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোডের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো: ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র লাইব্রেরি অফিসার মো: মাসউদ মিয়া, এক্সিকিউটিভ অফিসার মো: মনিরুজ্জামান, লাইব্রেরি অফিসার রাজিয়া  সুলতানা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রোগ্রামার মো: ইভান, প্রোগ্রামার মো: আশিকুর রহমান। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজির (বিইউএফটি) ডেপুটি লাইব্রেরিয়ান কাজী ফরহাদ নোমান উপস্থিত ছিলেন। ওই ট্রেনিং প্রোগ্রামে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের তিন থেকে চার লাইব্রেরিয়ানকে ট্রেনিং করানো হয়। ট্রেনিং প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সব তথ্য, উপাত্ত সংরক্ষণ করে রাখা এবং সহজে ব্যবহার উপযোগী সফটওয়্যার সম্পর্কে তাদের বিস্তারিত শেখানো হয়। উল্লেখ্য, সাধারণত ছাত্রছাত্রীদের গবেষণার কাজে এ সফটওয়্যার ব্যবহার করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে