বিশ্বের অন্যতম শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক ICEF-এর আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে অংশ নিতে শা এসোসিয়েটসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অর্ণব চক্রবর্তী এখন টরোন্টোতে | প্রায় ৯০টি দেশ থেকে ১০৯৫ জন আন্তর্জাতিক ডেলিগেটের উপস্থিতিতে টরোন্টোর ওয়েস্টিন হারবার ক্যাসেল ডাউনটাউন হোটেল মুখরিত | কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও ইউরোপের টপ রেঙ্কিং খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কলেজের এডমিশন অফিসার , ডীন ও ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজারদের সঙ্গে অর্ণবের সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে অনেক বিটুবি মিটিংয়েও উপস্থিত থাকবেন অর্ণব চক্রবর্তী | তিনদিন ব্যাপী ওই শিক্ষা সম্মেলনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিবেন অর্ণব চক্রবর্তী |
বাংলাদেশী স্টুডেন্টদের ভিসা সহজীকরণ, স্কলারশীপ ফেসিলিটি , কো-অপ প্রোগ্রাম, পার্ট-টাইম , ফুল-টাইম জব ইত্যাদি বিষয় নিয়ে  অর্ণব কথা বলবেন বিভিন্ন দূতাবাস , হাইকমিশন, আমেরিকা ও কানাডার রিপুটেড ইউনিভার্সিটি এবং কলেজের প্রতিনিধি  ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে | বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় এডুকেশন কনসালটেন্সি ফার্ম শা এসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুপ্রিয় কুমার চক্রবর্তীর  সন্তান অর্ণব চক্রবর্তী |

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে