www.odhikar.tv
২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ১ম বর্ষে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুষ্ঠিত লিখিত ভর্তি পরীক্ষা ১০০ নম্বর মধ্যে ন্যূনতম ৪০ বা তদুর্ধ প্রাপ্ত নম্বরধারী শিক্ষার্থীদের মধ্যে ভর্তি ইচ্ছুকদের থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু আজ ৮ মে থেকে। কার্যক্রম চলবে আগামী ১৮ মে পর্যন্ত। দেশে সরকারি মেডিকেল কলেজ আছে মোট ৩৭টি। মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এর মধ্যে মেধা কোটায় ৩ হাজার ৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন, উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

গত ৫ এপ্রিল দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪ হাজার ৫০৪ জন (৫৬.০৯%)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২ হাজার ৩৪৫ জন (৫৫.৪৪%)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে