পাইলট হওয়ার সুযোগ করে দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : স্টুডেন্ট পাইলট।

পদের সংখ্যা : নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা : জিপিএ ৫সহ বিজ্ঞানে এইচএসসি পাস । এ লেভেল-এর শিক্ষার্থীদের গণিত বা পদার্থ বিষয়সহ বি গ্রেড নিয়ে পাস করতে হবে।

বয়সসীমা : প্রার্থীদের বয়স ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

ফ্লাইং প্রশিক্ষণ : নির্বাচিত তরুণদের প্রশিক্ষণ গ্রহণ সাপেক্ষে ২ বছরের জন্য বিদেশ পাঠানো হবে।

নির্বাচন প্রক্রিয়া : প্রথমে আইকিউ টেস্ট হবে। এরপর পাইলট অ্যাপটিটিউট টেস্ট হবে। এছাড়াও মৌখিক সাইকোমেট্রিক ও মেডিকেল টেস্ট গ্রহণ করা হবে।

অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহীদের https://usbair.com/career/studentpilot এ ওয়েবসাইটে আবেদন করতে হবে ।

আবেদনের শেষ তারিখ : ৫ মে, ২০২২।

বিস্তারিত জানতে ক্লিক করুন :

https://usbair.com/career/studentpilot

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে