বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি ১৯৯০ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে একজন পদাতিক অফিসার হিসেবে কমিশন লাভ করেন।

বিইউপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম দেশে-বিদেশে বিভিন্ন পেশাদার কোর্স সম্পন্ন করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ এবং বিইউপি থেকে সোশ্যাল সাইন্স ইন সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও বিইউপি থেকে স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে তিনি এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে পিএইচডি সম্পন্ন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। তুরস্ক থেকে স্টাফ অফিসার্স লজিস্টিক ওরিয়েন্টেশন কোর্স এবং ইন্টারন্যাশনাল মিলিটারি এক্সচেঞ্জ সেন্টার, চায়না থেকে আর্মি ব্রিগেড কমান্ডার্স কোর্স সম্পন্ন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে