মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোশাররফ রুবেলের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। গত ১৫ এপ্রিল স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর ফের ভর্তি হন ইউনাইটেড হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রুবেল।
২০০৮ সালে বাংলাদেশের জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় রুবেলের। মাত্র ৫টি ওয়ানডে খেলার সুযোগ হয় তার। তবে ফাস্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন রুবেল।