‘মদনজিৎ সিং ফাউন্ডেশন’ এর আওতায় ভারতের ইউনেস্ক মদনজিৎ সিং সেন্টার অব এক্সিলেন্স, তারামানি, চেন্নাই’তে বাংলাদেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তির আওতায় এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ পাচ্ছেন।

সুযোগ-সুবিধা : ১. সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, ২. বিমানে যাওয়া-আসার টিকিট, ৩. আবাসিক ব্যবস্থা, ৪. পড়াশোনার আনুষঙ্গিক ব্যয় ইত্যাদি।

আবেদনের যোগ্যতা :  যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে (অনার্স) ভালো ফলাফলপ্রাপ্ত। যেকোনো স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে ভালো হতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১০ এপ্রিল ২০২২।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীদের সিভিসহ ছবি, সব পরীক্ষার সনদপত্র ও মার্কসশীটের কপি নিচে বর্ণিত ই-মেইলে পাঠাতে হবে। বিস্তারিত জানতে : ০১৭৯৭৫৫৯৬১০,

ই-মেইল: shekh.bachchu@gmail.com

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে