সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে হতে পারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

. পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?

ক. মীর আয়েশা কবির খ. আমিরা হক গ. আয়েশা মালিক ঘ. আমেনা মালিক

উত্তর: গ. আয়েশা মালিক।

. চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া শীতকালীন অলিম্পিকের আসরটি কততম?

ক. ২৪তম খ. ২৫তম গ. ২৬তম ঘ. ২৭তম

উত্তর: ক. ২৪তম।

. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারার অবস্থান কোন দ্বীপে?

ক. লম্বক খ. বালি গ. জাভা ঘ. বোর্নিও

উত্তর: ঘ. বোর্নিও।

. বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি কে-

ক. রতন টাটা খ. মুকেশ আম্বানি গ. গৌতম আদানি ঘ. অনিল আম্বানি

উত্তর: গ. গৌতম আদানি।

. বর্তমান বিশ্বের মূল্যবান ব্র্যান্ড কোনটি?

ক. টেসলা খ. অ্যাপল গ. মাইক্রোসফট ঘ. ওয়ানপ্লাস

উত্তর: খ. অ্যাপল।

. বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি-

ক. পেরু খ. আর্জেন্টিনা গ. ব্রাজিল ঘ. ইতালি

উত্তর: গ. ব্রাজিল।

. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশগ্রহণ করবে?

ক. ২৪টি খ. ১৬টি গ. ৩২টি ঘ. ৪৮টি

উত্তর: গ. ৩২টি।

. বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র  খ. চীন  গ. রাশিয়া ঘ. ভারত

উত্তর: খ. চীন।

. কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু রয়েছে?

ক. নেপাল খ. ভারত গ. যুক্তরাজ্য ঘ. মিসর

উত্তর: গ. যুক্তরাজ্য।

১০. টি-২০ বিশ্বকাপ-২০২১-এর চ্যাম্পিয়ন দেশ কোনটি?

ক. ভারত  খ. অস্ট্রেলিয়া গ. নিউজিল্যান্ড ঘ. ইংল্যান্ড

উত্তর:  খ. অস্ট্রেলিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে