আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনোয়ন পেলেন বাংলাদেশের এবাদত হোসেন। তার সঙ্গে মনোনোয়ন পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার তরুণ ডুয়াল্ড ব্রেভিস ও দেশটির জাতীয় দলের আরেক খেলোয়াড় কেগান পিটারসন।

বাংলাদেশি এই পেসার জানুয়ারিতে খেলেছেন দুটো টেস্ট। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজে ২৯.৩৩ গড়ে তুলে নিয়েছেন ৯ উইকেট। তবে প্রথম টেস্টে তিনি ৪৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। যার ফলেই বাংলাদেশ পায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। সেই পারফর্ম্যান্স সে ম্যাচে তাকে এনে দিয়েছিল ম্যাচ সেরার পুরস্কার। এবার আইসিসির মাসসেরার দুয়ারেও চলে এসেছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেকে আলাদা করে চিনিয়েছেন দাওলোদ ব্রেভিস। ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেছেন তিনি। ছয় ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি পেয়েছেন প্রোটিয়া তরুণ। বল হাতে পেয়েছিলেন ৭ উইকেট।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিপক্ষে দারুণ করেছেন কেগান পিটারসন। প্রথম ম্যাচ হেরেও ওই সিরিজ প্রোটিয়ারা জিতেছিল ২-১ ব্যবধানে। ৬১ গড়ে এই সিরিজে ২৪৪ রান করেছেন পিটারসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে