পেট্রোবাংলার অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডে (আরপিজিসিএল) ৬ ধরনের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে ১৪ জনকে নিয়োগের জন্য  বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: সহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা: ৪টি। (মেকানিক্যাল-১টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক-১টি ও সিভিল-২টি)
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে (মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ সিভিল) বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম: সহকারী ব্যবস্থাপক। (আইসিটি)
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/ইউজিসি কর্তৃক প্রবর্তিত সমমানের গ্রেড থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম: সহকারী ব্যবস্থাপক। (প্রশাসন)
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/ইউজিসি কর্তৃক প্রবর্তিত সমমানের গ্রেড থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম: সহকারী ব্যবস্থাপক। (হিসাব)
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/আইসিএমএ/এমবিএ ডিগ্রি অথবা কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/ইউজিসি কর্তৃক প্রবর্তিত সমমানের গ্রেড থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-

পদের নাম: সহকারী কর্মকর্তা। (প্রশাসন)
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর অথবা প্রশাসনিক ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-

পদের নাম: উপসহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা: ২টি (সিভিল-১টি, অটোমোবাইল-১টি)।
আবেদনের যোগ্যতা: সিভিল/অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-

বয়সসীমা :  ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সব পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি জমা দেয়া : পরীক্ষার ফি বাবদ ৪৫০ টাকা টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করার ঠিকানা :  আগ্রহী প্রার্থীরা http://rpgcl.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২২, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ১৫ মার্চ ২০২২, বিকাল ৫টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে