ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বেন্ডেড লার্নিং সেন্টার ও হিউম্যান রিসোর্স ডেভেলাপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে “মহামারী – পরবর্তী উচ্চ শিক্ষার রুপান্তর – দক্ষিণ এশিয়া মডেল ” শীর্ষক প্যানেল আলোচনা গতকাল ৪ ফেব্রয়ারি ভার্চূয়ালি অনুষ্ঠিত হয়েছে।

ভারত, ভুটান, নেপাল , শ্রীলংকা এবং স্বাগতিক বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ আলোচক গণ এ প্যানেল আলোচনায় তাদের গুরুত্বপর্ন মতামত তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিত চন্দ, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের এ টু আই প্রকল্পের পলিসি এডভাইজার অনির চৌধুরী, ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয়ের পরিচালক শুভ সেন গুপ্ত, নেপালের কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডীন অধ্যাপক বল চন্দ্র লুইটেল, ভ‚টানের রয়েল থিম্ফু কলেজের একাডেমিক এফেয়ার্সেও ডীন অধ্যাপক শিব রাজ ভট্টারাজ শ্রীলংকার বারাগামুয়া বিশ্ববিদ্যালয়ের টুরিজম ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এম এস এম আসলাম, এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বেন্ডেড লার্নিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ আকতারুজ্জামান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা ও এডামাস ইউনিভাসিৃটির সাবেক উপাচার্য প্রফেসর উজ্জ্বল কে চৌধুরী।

আলোচনায় বক্তারা নিরবিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত এবং টেকসই করতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বেন্ডেড লার্নিং এর জন্য প্রয়োজনীয় সকল উকরণ নিশ্চিত করার আহন জানান। তারা শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল ডিভাইস এবং পোগ্রামের সমন্বয়ে দক্ষিণ এশিয়া মডেল তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেন্ডেড লার্নিং এর জন্য কোর্স সমূহের বিন্যাস ও উন্নত ভার্সন তৈরীর উপর জোড় দিতে আহনর জানান।
অনলাইন শিক্ষার জন্য সরকারের বেন্ডেড লার্নিং এর জন্য গৃহীত নীতি নির্ধারনের প্রক্রিয়া বাস্তবায়ন বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী সুফল বয়ে আনবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। করোনা মহামারী ডিজিটাল শিক্ষা বাস্তবায়নে অনেক সুযোগ তৈরীর পাশাপাশি ল্যাব ক্লাস, ডাক্তারী ও প্রকৌশল শিক্ষার ব্যবহারিক ক্লাসের জন্য অনেক চ্যালেহ্জ ও নিয়ে এসেছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে বক্তারা অনতিবিলম্বে অনলাইন শিক্ষা নীতি দ্রত বাস্তবায়নের তাগিদ দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে