করোনার বিস্তার রোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

উপসচিব মো. নজরুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার চিঠি অনুযায়ী আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে এ সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

এতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে