সুপ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এমসিকিউ পদ্ধতির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ১০টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১.  বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

ক. ক্রিয়া খ. ধাতু গ. প্রাতিপদিক ঘ. উপসর্গ

উত্তর: গ. প্রাতিপদিক।

২. ‘পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. পরী+ঈক্ষা খ. পরি+ইক্ষা গ. পরি+ঈক্ষা ঘ. পরী+ইক্ষা

উত্তর: গ. পরি+ঈক্ষা।

৩. ‘সাহিত্য রত্ন’ কার উপাধি?

ক. নজিবর রহমান খ. বাহরাম খান গ. আলাওল ঘ. বিদ্যাপতি

উত্তর: ক. নজিবর রহমান।

৪. শওকত ওসমান জন্মগ্রহণ করেন কোন সালে?

ক. ১৯২২ সালে খ. ১৯১৭ সালে গ. ১৯২৩ সালে ঘ. ১৯২৫ সালে

উত্তর: খ. ১৯১৭ সালে।

৫. ‘বিভাবসু’ শব্দের অর্থ কী?

ক. সকাল খ. দুপুর গ. মঙ্গল গ্রহ ঘ. সূর্য

উত্তর: ঘ. সূর্য।

৬. ‘কারাগারের রোজনামচা’ একটি-

ক. নাটক খ. কাব্য গ. উপন্যাস ঘ. দিনলিপি

উত্তর: ঘ. দিনলিপি।

৭. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

ক. সচিব খ. মন্ত্রী গ. প্রধানমন্ত্রী ঘ. অতিরিক্ত সচিব

উত্তর: ক. সচিব।

৮. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে?

ক.  ২০২৪ সালে খ. ২০৩০ সালে গ. ২০২৬ সালে ঘ. ২০২৮ সালে

উত্তর: গ. ২০২৬ সালে।

৯. শুদ্ধ বানান নিচের কোনটি?

ক. অপরাহ্ন খ. দূড়ত্ব গ. নিস্ফল ঘ. পরিনাম

উত্তর: ক. অপরাহ্ন।

১০. সুন্দরবনের কত শতাংশ বনভূমি বাংলাদেশের মধ্যে?

ক. ৬৫% খ. ৫৫% গ. ৫০% ঘ. ৬২%

উত্তর: ঘ. ৬২%।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে