পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন হাসান আলি, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিও। তাদের পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নেন ২৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২০২১ সালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোহাম্মদ রিজওয়ান।

হাসান বছর সেরা টেস্ট ক্রিকেটার ও বাবর বছর সেরা ওয়ানডে ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) গত বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এ ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২১ সালে ৯ টেস্ট খেলে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৪৫৫ রান করেন রিজওয়ান। ওয়ানডেতে এক ফিফটিতে করেন ১৩৪ রান। তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ১৩২৬ রান করেন তিনি।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২ হাজার ৩৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন রিজওয়ান।

দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন পেসার হাসান আলী। ২০২১ সালে ৮ টেস্টে শিকার করেন ৪১ উইকেট। পাঁচবার ইনিংসে ছিল ৫ উইকেট ও ম্যাচে একবার ১০ উইকেট।

২০২১ সালে ৬ ওয়ানডে খেলে ২ সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪০৫ রান করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বর্ষসেরা ইম্প্যাক্টফুল পারফরম্যান্সের অ্যাওয়ার্ড জিতেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি।

২০২১ সালে ৪৫ উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এর মধ্যে ১৫ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে।

কায়েদ-ই-আজম ট্রফিতে ৯৩৫ রান, পাকিস্তান কাপে ৪৮৭ রান ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৪৪৭ রান করা সাহিবজাদা ফারহান জিতেছেন ‘ডমেস্টিক ক্রিকেটার অব দ্য ইয়ার’ এর পুরস্কার।

২০২১ সালে ব্যাট হাতে ৪৫৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১১ উইকেট শিকার করে নারী ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন নিদা দার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে