২০২২ সালের  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন বছরে সপ্তাহে কয়দিন কতটি ক্লাস হবে, সেই সময়সূচি জানানো হয়েছে-

এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ক্লাস হবে

দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস হবে ।

অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন ক্লাস হবে। প্রতিদিন হবে তিনটি বিষয়ের ক্লাস।

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন তিনটি বিষয়ে ক্লাস হবে।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৮ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আর ক্লাস শুরু হবে ২ মার্চ।

মহামারী পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন শিক্ষাবর্ষে পুরোদমে ক্লাস শুরু করতে আগামী মার্চ পর্যন্ত ‘পর্যবেক্ষণ’ করা হবে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি এর আগে জানিয়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে