সুপ্রিয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এমসিকিউ পদ্ধতির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ১০টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন : বর্তমানে এলডিসিভূক্ত দেশের সংখ্যা কত?

ক. ৪৭টি খ. ৪৬টি গ. ৪৯টি ঘ. ৪৮টি

উত্তর : খ. ৪৬টি।

প্রশ্ন : মানুষের রক্তে লোহিত ও শ্বেতকণিকার অনুপাত কত?

ক. ৭০০ : ১ খ. ৫০০ : ১ গ. ১ : ৭০০ ঘ. ১ : ৫০০

উত্তর : ক. ৭০০ : ১।

প্রশ্ন : বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন বা বিভাগ কতটি?

ক. ৩টি খ. ২টি গ. ৫টি ঘ. ৪টি

উত্তর : খ. ২টি।

প্রশ্ন : আফগানিস্তানে মোট কতটি প্রদেশ রয়েছে?

ক. ১৮টি খ. ৩৪টি গ. ২৪টি ঘ. ২৩টি

উত্তর : খ. ৩৪টি।

প্রশ্ন : বাংলা স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি?

ক. ২টি খ. ৪টি গ. ১টি ঘ. ৬টি

উত্তর : গ. ১টি।

প্রশ্ন : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. কেপটাউন খ. সিউল গ. ম্যানিলা ঘ. টোকিও

উত্তর : গ. ম্যানিলা।

প্রশ্ন : পৃথিবীজুড়ে যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি, তার নাম কী?

ক. LAN খ. MAN গ. WAN ঘ. PAN

উত্তর : গ. WAN।

প্রশ্ন : নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?

ক. ভ খ. ঠ গ. ফ ঘ. চ

উত্তর : ঘ. চ।

প্রশ্ন : ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ কী?

ক. ভূমিকা করা খ. হিসাব-নিকাশ গ. অসম্ভব বস্তু ঘ. বাড়াবাড়ি করা

উত্তর : খ. হিসাব-নিকাশ।

প্রশ্ন : অভিস্রবণ কী?

ক. এক প্রকার শ্বসন খ. এক প্রকার ব্যাপন গ. এক প্রকার প্রস্বেদন ঘ. এক প্রকার চলন

উত্তর : খ. এক প্রকার ব্যাপন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে