মহিলাবিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত তিন ধরনের পদে ৫০৪ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগের জন্য আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম: ডে-কেয়ার ইনচার্জ।
পদের সংখ্যা: ২৭টি। (কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে)
আবেদনের যোগ্যতা: এইচএসসি পাস অথবা এসএসসি পাসসহ শিশুযত্ন কর্মসূচি ও নার্সিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ৬০টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৪১৭টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-

বয়সসীমা : ২১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।

অনলেইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীদের http://dwa.teletalk.com.bd-এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ফি ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ফি ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১১ জানুয়ারি ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

 

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন: http://dwa.gov.bd/sites/default/files/files/dwa.portal.gov.bd/notices/443eead7_75e5_41e0_a8d4_4bcb6a3277f2/2021-12-21-04-34-8fb9aefa621b91b083bbb9920850e844.pdf?fbclid=IwAR3_W_SL-ImxddHd_SkC6S2KZHKZvNieTAyls6Kbk3Rbzv_JLmW33vitH10

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে