শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি শনিবার (১৮ ডিসেম্বর) আইডিইবি মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সর্বোচ্চ ৫০ বার রক্ত দেয়া ৫০ জন রক্তদাতাকে কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ভালো কাজের ফলাফল সব সময়ই ভালো হয়। তিনি আরো বলেন, আমাদের স্বাধীনতা অনেক রক্ত দিয়ে কেনা। অনেক শহীদের রক্তের বিনিময় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।

শিক্ষামন্ত্রী নিজের প্রথম রক্তদানের ঘটনা এবং প্রথম দিনেই সন্ধানী আর ছাত্রলীগে যুক্ত হওয়া সম্পর্কে উপস্থিত সবাইকে বলেন । তিনি আরো বলেন, আগে মানুষের রক্তের প্রয়োজন হলে পেশাদার রক্তদাতার উপর নির্ভর করতে হতো। আগে মানুষ সেচ্ছায় রক্ত দিতে চাইতেন না। তখন মানুষের মধ্যে অনেক নেতিবাচক মনোভাব ছিলো। এখনও সেসবের অনেককিছু রয়ে গেছে। আপনারা অসাধ্য সাধন করেছেন। যতো রক্ত প্রয়োজন, আমরা ততোটা সেচ্ছা রক্তদানের মাধ্যমে পাইনা। তিনি অঙ্গ ও কর্নিয়া দানে সবাইকে উৎসাহ দেন। ইতিবাচক মানসিকতার জন্য তিনি ছোটদের শ্রীলঙ্কা’র উদাহরণ তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০১৪ সালে রাজনীতির নামে অপরাজনীতি দেখেছি। তখন জ্বালাও পোড়াও দেখেছে জাতি। সে সময় কোয়ান্টাম ফাউন্ডেশন ফ্রেশ প্লাজমা সরবরাহ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে