সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে হতে পারে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ বিজ্ঞান’ থেকে ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. ডিএনএ অণুর দ্বি-হেলক্সি কাঠামোর জনক কে?

ক. স্যাংগার ও পলিং খ. ওয়াটসন ও ক্রিক  গ. লুই পাস্তুর ও ওয়াটসন  ঘ. পলিং ও ক্রিক

উত্তর: খ. ওয়াটসন ও ক্রিক।

২. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

ক. আমিষ খ. স্নেহ গ. লৌহ ঘ. আয়োডিন

উত্তর: ক. আমিষ।

৩. গোয়েন্দা বিভাগে নিন্মের কোন রশ্নি ব্যবহৃত হয়?

ক. বেকরেল খ. গামা রশ্মি গ. বিটা – রশ্মি ঘ. এক্স- রশ্মি

উত্তর: ঘ. এক্স-রশ্মি।

৪. বায়ুমণ্ডলে নাইট্রোজেন পরিমাণ কত শতাংশ?

ক. ৭৫.৮% খ. ৭৮.১% গ. প্রায় ৮০% ঘ. ৭৯.২%

উত্তর: খ.৭৮.১%

৫. নিম্নে উল্লেখিত ভূমিরূপ সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

ক. পার্শ গ্রাবরেখা খ. শৈলশিরা গ. ভি-আকৃতির উপত্যকা ঘ. ইউ-আকৃতির উপত্যকা

উত্তর: ঘ. ইউ- আকৃতির উপত্যকা।

৬. PH হলো –

ক. এসিড নির্দেশক  খ. এসিড ও ক্ষার নির্দেশক  গ. ক্ষার নির্দেশক  ঘ. এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক

উত্তর: ঘ.এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক।

৭. বিচ্ছিন্ন অবস্থা একটি পরামণুর শক্তি –

ক. যুক্ত অবস্থার চাইতে কম খ. যুক্ত অবস্থার চাইতে অধিক  গ. যুক্ত অবস্থার সমান ঘ. কোনটিই সঠিক সমান

উত্তর: খ.যুক্ত অবস্থার চাইতে অধিক।

৮. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

ক.গায়ের ঘাম বের হতে দেয় না খ.বাম্পায়ন শীতলতার সৃষ্টি করে  গ. পাখার বাতাস শীতল জলীয়বাম্প ধারণ করে ঘ. পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

উত্তর: খ. বাম্পায়ন শীতলতার সৃষ্টি করে।

৯. নিম্নের কোন বাক্যটি সত্যি নয়?

ক. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে খ. প্রোটন ধনাত্মক অধানযুক্ত গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে  অবস্থান করে

উত্তর: ঘ.ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে  অবস্থান করে।

১০. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-

ক. অ্যামিটার খ. ভোল্টামিটার গ. অণুবীক্ষণ যন্ত্র ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র

উত্তর: ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র

১১. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?

ক. ঐচ্ছিক খ. অনৈচ্ছিক গ. বিশেষ ধরনের ঐচ্ছিক ঘ. বিশেষ ধরনের অনৈচ্ছিক

উত্তর: ঘ. বিশেষ ধরনের অনৈচ্ছিক।

১২. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়?

ক. তামা খ. লোহা গ. রূপা ঘ. রাবার

উত্তর: গ. রূপা।

১৩. কোনটি নবায়নযোগ্য শক্তির  উৎস?

ক. সূর্যরশ্নি খ. পীট  কয়লা  গ. পেট্রাল ঘ. প্রাকৃতিক গ্যাস

উত্তর: ক. সূর্যরশ্নি।

১৪. কোনটি এন্টিবায়োটিক?

ক. ইনসুলিন খ. পেপসিন গ. পেনিসিলিন ঘ. ইথিলিন

উত্তর: গ. পেনিসিলিন

১৫. নিচের কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?

ক. তামা খ. ইস্পাত গ. স্বর্ণ ঘ. পিতল

উত্তর: খ. ইস্পাত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে