সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে।  অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের মে মাসে হতে পারে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে  আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. Ballad কী?

ক. লোকগীতি খ. গীতিকা গ. গাথা ঘ. লোকগাথা

২. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?

ক. মালিক জয়সী খ. সেয়দ হামজা

গ. ফেরদৌসী  ঘ. কাজী দৌলত উজির বাহরাম খাঁ

৩. ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-

ক. বঙ্গভাষা ও সাহিত্য খ. বাংলা সাহিত্যের কথা

গ. বাঙ্গাল সাহিত্যের ইতিহাস ঘ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত

৪.‘চৌ-হুদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

ক. বাংলা + ফরাসি  খ. ফারসি + আরবি

গ. সংস্কৃত + আরবি  ঘ. ফরাসি + আরবি

৫.‘রুপ লাগি আঁখি ঝুরে গুনে মন ভোর ’ কার রচনা?

ক. চন্ডিদাস    খ. বিদ্যাপতি

গ. লোচনদাস  ঘ. জ্ঞানদাস

৬.‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?

ক. দ্বিজেন্দ্রেলাল রায়  খ. তুলসী লাহিড়ি

গ. ক্ষীরোদাপ্রসাদ বিদ্যাবিনোদ ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যয়

৭. ‘নেমেসিস’ নাটকের নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?

ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধে খ. বায়ান্নর ভাষা আন্দোলন গ. ঊনপঞ্চাশের মন্বন্তর ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধে

৮. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?

ক. কৃষ্ণনগর রাজসভার খ.আরাকান রাজসভার

গ. রাজা গণেশের রাজসভা ঘ. লক্ষ্মণ সেনের রাজসভার

৯. ‘মহুয়া ’পালাটির রচয়িতা–

ক. দ্বিজ কানাই খ.মনসুর বয়াতী

গ. নয়নচাঁদ ঘোষ ঘ. দ্বিজ ঈশান

১০. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে-

ক.১৮০২ সালে খ. ১৮০০ সালে

গ. ১৮০৪ সালে ঘ. ১৮০১ সালে

উত্তর : ১. খ, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. ঘ, ৬. ক, ৭.গ, ৮. ক, ৯.ক, ১০.ঘ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে