সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে।  অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের মে মাসে হতে পারে।কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে  আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১১.‘ মনগড়া’ কোন সমাস?

ক. বহুব্রীহি খ. কর্মধারয় গ. তৎপুরুষ ঘ. প্রাদি

১২. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রুপ কোনটি?

ক. জ+ঞ খ. ঞ+জ গ. ঞ+গ ঘ. জ+গ

১৩. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

ক. সভাসদ খ. শুভেচ্ছা গ. ফলাবান ঘ. তম্বী

১৪. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক. মনীষি খ.মনীষী গ. মনিষি ঘ. মনিষী

১৫.‘জল’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. সলিল খ. নীর গ. উদক ঘ. জলধি

১৬. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বানির সংখ্যা কত?

ক.১১ টি খ.৭টি গ.৯টি ঘ.১৩ টি

১৭. ‘জজ সাহেব’ কোন ধরনের সমাসের উদাহরণ?

ক.দ্বিগু খ.দ্বন্দ গ.বহুব্রীহি ঘ.কর্মধারয়

১৮. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?

ক.লুইপা খ. কাহ্নপা গ. শবরপা ঘ. ভুসুকুপা

১৯. বাংলা সাহিত্যেও প্রচীন যুগের নিদর্শন কোনটি?

ক.দোহাকোষ খ.নিরঞ্জনের রুম্মা গ.গুপিচন্দ্রের সন্ন্যাস ঘ.ময়নামতির গান

২০. ‘ ম্যালেরিয়া’  শব্দটি কোন ভাষার?

ক. ফরাসি খ. ইংরেজি গ. রুশ ঘ. ইতালীয়

উত্তর : ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫.ঘ, ১৬. খ, ১৭.ঘ, ১৮.খ, ১৯.ক, ২০. ঘ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে