সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে।  অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. সার্কের সদর দপ্তর কোথায়?

ক. ঢাকা খ. নয়াদিল্লি গ. কাঠমুন্ডু ঘ. কলম্বো

উত্তর: গ.কাঠমুন্ডু

২. বেস্ট রোড ইনিনিয়েটিভ ( বি আর আই ) প্রস্তাব করেছে কোন দেশ?

ক. চীন খ. জাপান গ. ভারত ঘ. কোরিয়া

উত্তর: ক. চীন

৩.অক্টোবর বিল্পবের নেতৃত্ব দিয়েছেন কে?

ক. কার্ল মার্কস খ. ফ্রেডরিক এঙ্গেলস  গ. মাও সে তুং  ঘ. ভি.আই. লেনিন

উত্তর: ঘ. ভি. আই. লেনিন।

৪. গুয়াম- এর গভর্নরের নাম কি?

ক. এ্যাডি  ক্যালভো খ. ডোনাল্ড ডাক গ.গ্রেন বেক ঘ.রন বøুম

উত্তর: ক. এ্যাডি  ক্যালভো।

৫. মিয়ানমার রোহিঙ্গারা তাদের নাগরিত্ব হারায়-

ক. ১৯৬২ সনে  খ.১৯৭৮ সনে গ. ১৯৮৬ সনে ঘ. ১৯৮২ সনে

উত্তর: ঘ.১৯৮২ সনে।

৬. UNHCR- এর সদর দপ্তর কোথায়?

ক. নিউইয়র্ক খ. রোম গ. লন্ডন ঘ. জেনেভা

উত্তর: ঘ. জেনেভা।

৭. আফ্রিকার সাব- সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

ক. সাভানা খ. তুন্দ্রা গ. প্রেইরি ঘ. সাহেল

উত্তর: ঘ.সাহেল।

৮. স্টিফেন হকিং একজন?

ক. দার্শনিক খ. পদার্থবিদ গ. কবি ঘ. রসায়নবিদ

উত্তর: খ. পদার্থবিদ।

৯. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত প্রধান মুসলিম অস্প্রদায়ের নাম কি?

ক. তুর্কমেন খ. উইঘুর গ. তাবিজ ঘ. কাজাখ

উত্তর: খ.উইঘুর।

১০. জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কোনটি?

ক. জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা

খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন

গ.যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন

ঘ. উত্তর কোরিয়া, চীন, রাশিয়া,পাকিস্তান, ভারত

উত্তর: খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে