সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। চলতি মাসের মধ্যে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার কথা রয়েছে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলী’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১১.বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?

ক. বেনাপল খ. সোনা মসজিদ গ. চট্টগ্রাম ঘ. হিলি

উত্তর: ক. বেনাপল।

১২.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?

ক. নাটোর খ. চাঁপাইনবাবগঞ্জ গ. নওগাঁ ঘ. জয়পুরহাট

উত্তর: খ. চাঁপাইনবাবগঞ্জ।

১৩. শেখ রাসেল দিবস কবে?

ক. ১৭ অক্টোবর খ. ১৮ অক্টোবর গ. ১৯ অক্টোবর ঘ. ২০ অক্টোবর

উত্তর: খ. ১৮ অক্টোবর।

১৪. বাংলাদেশে সাম্প্রতি কোন জেলায় বাগান করা হয়?

ক. পঞ্চগড় খ. দিনাজপুর গ. কুড়িগ্রাম ঘ. বান্দরবান

উত্তর: ক. পঞ্চগড়।

১৫. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

ক. রাঙ্গামাটি খ. খাগড়াছড়ি গ. বান্দারবান ঘ.সন্দীপ

উত্তর: খ. খাগড়াছড়ি।

১৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কোন সালে স্বীকৃতি দেওয়া হয়?

ক. ১৯৯৮ খ. ১৯৯৯ গ. ২০০০ ঘ. ২০০১

উত্তর: খ.১৯৯৯ সালে

১৭.বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক. রাজশাহী খ. চট্টগ্রাম গ. ময়মনসিংহ ঘ. চাঁদপুর

উত্তর: গ. ময়মনসিংহ।

১৮.বাংলাদেশ একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?

ক. সেন্টমার্টিন  খ. মহেশখালী  গ. ছেড়া দ্বীপ ঘ. নিঝুম দ্বীপ

উত্তর: খ.মহেশখালী ।

১৯. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?

ক. ৪ জানুয়ারী ১৯৯০ খ. ৩ ফেব্রুয়ারি গ. ৩ মার্চ ঘ. ৪ জানুয়ারি ১৯৯১

উত্তর: ক. ৪ জানুয়ারী ১৯৯০।

২০. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?

ক.১৯৯২ সনে খ. ২০০০ সনে গ. ২০০১ সনে ঘ. ২০০২

উত্তর:  গ. ২০০১ সনে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে