স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, নৌপরিবহন মন্ত্রণালয়েরর অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের ইনস্ট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্টগার্ডের উপসহকারী প্রকৌশলী (পূর্ত) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৩ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন: http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/c3bd0c97_a76b_4511_b412_41fee5160d8a/bpsc_007.pdf?fbclid=IwAR1w6r0A4UduZY4eReXwUYwaN5RweFwWk88DaB252dZsTt-tT0XqPPDJKow

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে