ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভগের আওতায় পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, চট্টগ্রামে ৮ ধরনের পদে ৮৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়ার জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: পোস্টম্যান।

পদের সংখ্যা: ১৬টি।

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ-তে উত্তীর্ণ।

বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-

পদের নাম: ফটোকপি অপারেটর।

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-

পদের নাম: প্যাকার কাম মেইল ক্যারিয়ার।

পদের সংখ্যা: ২৯টি।

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ৮৫০০-২০৫৭০/-

পদের নাম: অফিস সহায়ক।

পদের সংখ্যা: ১১টি।

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-

পদের নাম: বার্তাবাহক।

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-

পদের নাম: রানার।

পদের সংখ্যা: ২৩টি।

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-

পদের নাম: পরিছন্নতাকর্মী (সুইপার)।

পদের সংখ্যা: ৫টি।

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-

পদের নাম: গার্ডেনার (মালি)।

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণী বা জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-

বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

উপরে উল্লিখিত পদগুলোতে যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী,  ফেনী, লক্ষীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।

অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা (http://pmgec.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ সময় : ১৫ ডিসেম্বর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে