ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখতে এবারের বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে ১৪ জানুয়ারি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে ১৪তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপের আসর শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। যুব বিশ্বকাপের চতুর্দশ আসরে অংশ নেবে ১৬টি দল। বিশ্বকাপে ফাইনালসহ মোট ম্যাচ ৪৮টি।

‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের প্রথম খেলা ২০২২ সালের ১৬ জানুয়ারি। এই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তিনটি ম্যাচই সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত হবে ।

বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি 

১৬ জানুয়ারি ২০২২:  বাংলাদেশ বনাম ইংল্যান্ড
২০ জানুয়ারি ২০২২ : বাংলাদেশ বনাম কানাডা
২২ জানুয়ারি ২০২২ : বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং

গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ ‘বি’ : ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা
গ্রুপ ‘সি’ : পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’ : ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে