GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২০২১-এ ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা www.couadmission.com লিংকে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর ২০২১, দুপুর ১২টা  থেকে ৩০ নভেম্বর ২০২১, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিভিন্ন বিষয়ে স্নাতক প্রোগ্রামের মেয়াদ: ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), ৫ বছর মেয়াদি
বি ফার্ম (সম্মান), ৪ বছর মেয়াদি বিবিএ।

আবেদনের যোগ্যাতা: প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘A’ ইউনিটের ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘A’, ‘B’ও ‘C’ ইউনিটের তিনটিতেই আবেদন করতে পারবেন। ‘B’ ইউনিটের ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা ‘B’ ও ‘C’ ইউনিটে আবেদন করতে পারবেন। ‘C’ ইউনিটের ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা ‘C’ ও ‘B’ ইউনিটে আবেদন করতে পারবেন।

মেধা তালিকা :  মেধাতালিকার ভিত্তিতে  শিক্ষার্থী ভর্তি করা হবে।  মোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা তৈরি করা হবে। আবেদনকারীদের GST গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে  ১০০ নম্বর এবং এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে ১০০ নম্বর।

আবেদন করার নিয়ম :  নিদিষ্ট লিংকে গিয়ে আবেদনকারী তার GST রোল নম্বর এবং GST-তে প্রদত্ত মোবাইল নম্বরটি দিয়ে লগইন করতে হবে। ওই মোবাইল ফোন নম্বরে পরে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হবে।

আবেদনের ফি : আবেদন ফি ৬০০ টাকা।

ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ১৬ জানুয়ারি ২০২২।

বিস্তারিত তথ্য জানতে : আবেদনের বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের লিংকে www.couadmission.com  ক্লিক করতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে