চট্টগ্রামের ছেলে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা বাংলাদেশের তরুণ উদ্যোক্তা সাগর মজুমদার এ বছরের ‘জর্জ এইচ ডব্লিও বুশ পয়েন্টস অব লাইট রোল অব অনার ২০২১’সম্মাননা পেলেন। উন্নয়নমূলক কাজ এবং নানা উদ্যোগে সমাজের জন্য অর্থবহ অবদান রাখা ব্যক্তিত্বদের স্বীকৃতি জানানো হয় এই সম্মাননার মাধ্যমে। ২০২১ সালে সাগর মজুমদারসহ তিন বাংলাদেশি এই পুরস্কার পেয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ বছরের আয়োজন করা হয়।

বাংলাদেশের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেয়েছেন সাগর। সাগর ২০২১ সালে বাংলাদেশের হয়ে ‘ডায়না অ্যাওয়ার্ড’-এর জন্য নির্বাচিত হওয়া তরুণদের মধ্যে অন্যতম ছিলেন। এছাড়াও তিনি জাতিসংঘের ‘ইয়াং লিডারস ফর এসডিজিস’ এ ফাইনালিস্ট ছিলেন।

সাগর স্কুল জীবন থেকেই জড়িত ছিলেন নানা সামাজিক কার্যক্রমের সাথে। তিনি ২০১২ সালে এতিমখানার শিশুদের বিনামূল্যে শিক্ষা দেয়ার কাজ করেন।

বর্তমানে সাগর একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে