জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ২০২০-২১ শিক্ষাবর্ষে Master of Applied Criminology and Police Management (MACPM) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

ভর্তির যোগ্যতা: পুলিশ কর্মকর্তা, নন-পুলিশ কর্মকর্তা (ক্যাডার/নন-ক্যাডার সিভিল কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং পেশাজীবী) যাদের নিচের যোগ্যতা রয়েছে, তারা মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

পুলিশ কর্মকর্তাদের জন্য: পুলিশ পরিদর্শক এবং তদূর্ধ্ব কর্মকর্তা যাদের ২ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে এবং নন-পুলিশ কর্মকর্তা যাদের ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা রয়েছে এবং মাস্টার্স ডিগ্রি অথবা ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি। শিক্ষা জীবনের  কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি থাকলে তা ভর্তির ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ভর্তির ফরম সংগ্রহের তারিখ: ৩১ অক্টোবর ২০২১ থেকে ২১ নভেম্বর ২০২১ পর্যন্ত।

ভর্তি ফরম জমা দেয়ার শেষ তারিখ: ১ নভেম্বর ২০২১ থেকে ২৩ নভেম্বর ২০২১ পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.psc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

যোগাযোগ:  MACPM অফিস, কক্ষ নম্বর-৪০৮, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে