বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)-এর শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম : জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)।

পদের সংখ্যা : ১০০টি।

আবেদনের যোগ্যতা : পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক/মেকানিক্যাল/ পাওয়ার/কম্পিউটার/টেলিকমিউনিকেশন/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। জিপিএ/সিজিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং জিপিএ/সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম-২.৫ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল : ২২৪০০/-৫৬৬০৪/- এবং অন্যান্য সুবিধা।

বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা কোটা প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বিটিসিএল’এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৫০ বছর।

পরীক্ষার ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র জমা ও টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৯০০ টাকা জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করার ঠিকানা :  আগ্রহী প্রার্থীরা www.btcl.gov.bd/career ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ ও সময় : ২৫ অক্টোবর ২০২১, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২৪ নভেম্বর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে