সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন: ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

উত্তর: অক্ষরকুমার দত্ত।

প্রশ্ন: চর্যাপদের আদি কবি কে?

উত্তর: লুইপা।

প্রশ্ন: বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?

উত্তর: মিথিলার।

প্রশ্ন: রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে?

উত্তর: শাহ মুহাম্মদ সগীর।

প্রশ্ন: ব্যাকারণ ভাষাকে কী দির্দেশ করে?

উত্তর: ভাষাকে বর্ণনা করতে।

প্রশ্ন: রামরাম বসুর লেখা হলো-

উত্তর: লিপিমালা।

প্রশ্ন: ‘মাটির মায়া’ কার কাব্যগ্রন্থ নয়?

উত্তর: জসীমউদ্দীনের।

প্রশ্ন: ‘তাম্বুল’ শব্দের অর্থ কি?

উত্তর: পান।

প্রশ্ন: ‘প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কী?

উত্তর: অর্বাচীন।

প্রশ্ন: ‘রুদ্রমঙ্গল কী ধরনের রচনা?

উত্তর: প্রবন্ধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে