পদের নাম : মাঠ কর্মী (ঋণ)। (মহিলা প্রার্থীদের অগ্রাধিকার)

পদের সংখ্যা : ৬০টি।

আবেদনের যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা : শিক্ষানবীশ কাল (৩ মাস) বেতন ১৩৫০০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর জিকেটি বিধিমোতাবেক মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬৭৫০ টাকা এবং পিএফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও বিনা খরচে একক আবাসন সুবিধাসহ বাৎসরিক ইনক্রিমেন্ট দেয়া হবে।

জামানত জমা দেয়া : সংস্থার নিয়মানুযায়ী ২০০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। জমাকৃত টাকার ওপর উপর বার্ষিক ৬% হারে সুদ দেয়া হবে। সাক্ষাৎকারের পূর্বে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।

বয়সসীমা : ১৮-৩০ বছর।

আবেদনের শেষ তারিখ : ২৮ অক্টোবর ২০২১।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : সমন্বয়ক, গণ কল্যাণ ট্রাস্ট, ১০-১, ড. অমর্ত্য সেন সড়ক,  পূর্ব দাশড়া, মানিকগঞ্জ বরাবরে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে