২০২১ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে এমন পাঁচটি বিষয় আছে, যেগুলো প্রথমবার ঘটতে দেখা যাবে। সেগুলো হলো-

. এই প্রথমবার বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তিনি ওয়ান ডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিমধ্যেই ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন।

. এই প্রথমবার আইসিসির কোনও সহযোগী দেশে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। যদিও এই  টি-২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

. এই প্রথমবার পাপুয়া নিউ গিনি ও নমিবিয়া টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

. এই প্রথমবার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যে দেশে, তারাই অংশ নেবে না টুর্নামেন্টে। এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল-সহ সুপার টুয়েলভের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত।

. এই প্রথমবার টি-২০ বিশ্বকাপে দেখা যাবে সুপার টুয়েলভ রাউন্ড। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত টি-২০ বিশ্বকাপে সুপার এইট রাউন্ড অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে সুপার টেন রাউন্ড অনুষ্ঠিত হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে