সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন : বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

উত্তর: চামার।

প্রশ্ন : রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

উত্তর:  পদ্মরাগ।

প্রশ্ন : চন্ডীমঙ্গল ; কাব্য কোন চরিত্রটি পাওয়া যায়?

উত্তর: ফুল্লারা।

প্রশ্ন : শামশুর রাহমান রচিত কোন কবিতা টি মুক্তিযুদ্ধ- নির্ভর ?

উত্তর: তুমি বলেছিলে ।

প্রশ্ন : কোনটি  ‘নারী’  শব্দের সমার্থক শব্দ?

উত্তর: দারা।

প্রশ্ন : ‘এখন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর: তখন।

প্রশ্ন : মীর মশারফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?

উত্তর: গাজী মিয়াঁর বস্তানী।

প্রশ্ন : ‘আগুনের’ সমার্থক শব্দ কোনটি-

উত্তর: অগ্নি।

প্রশ্ন : মোদের গরব মোদের আশা, আ- মরি বাংলা ভাষা ’- এই পঙক্তিটির রচয়িতা কে?

উত্তর: অতুল প্রসাদ।

প্রশ্ন : চাচা কাহিনীর লেখক কে?

উত্তর:  সৈয়দ মুজতবা আলী।

প্রশ্ন : অনীক শব্দের অর্থ কি?

উত্তর: সৈনিক।

প্রশ্ন : প্রচুর শব্দের বিশেষণ কি?

উত্তর:  ঢের, পর্যাপ্ত।

প্রশ্ন : ‘রবীন্দ্র’ শব্দের সন্ধি কি?

উত্তর:  রবি + ইন্দ্র।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত?

উত্তর: অগ্নিবীণা।

প্রশ্ন : ‘শুভক্ষণে জন্ম যার’ বাক্যটিকে এককথায় কি বলে?

উত্তর:  ক্ষণজন্মা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে