সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘ব্যবসায় পরিচিতি ও ব্যবস্থাপনা’ এবং ‘উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন‘ থেকে আরো  ৮টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

ব্যবসায় পরিচিতি ও ব্যবস্থাপনা

প্রশ্ন : ‘নমনীয়তা’ ব্যবস্থাপনার যে কাজের সাথে জরিত-

উত্তর: পরিকল্পনা ।

প্রশ্ন : ভোক্তা সাধারনের রুচি,পছ্ন্দ ও ফ্যাশন প্রভাবিত হয়-

উত্তর : সামাজিক পরিবেশ উপাদান দ্বারা।

প্রশ্ন : অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য ২ জন রাখা সম্ভব না হলে কোন ধরনের বিলোপসাধন হবে-

উত্তর : বাধ্যতামূলক।

প্রশ্ন : সাধারণ শেয়ার হোল্ডারগণের লভ্যাংশ গ্রহণ করে-

উত্তর : অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডারগণের লভ্যাংশ বন্টনের পরে।

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন

প্রশ্ন : ছিটমহল’ কোন পরিবেশের অন্তর্ভূক্ত-

উত্তর: রাজনৈতিক।

প্রশ্ন : পণ্য ডিজাইনের সময় কি বিবেচনা করা হয়-

উত্তর: গ্রাহকের ক্রয় ক্ষমতা ।

প্রশ্ন : হাসপাতালে কোন ধরনের লে আউট ব্যবহৃত হয়?

উত্তর: প্রসেস লে আউট।

প্রশ্ন : মূল্য নির্ধারণের মূল উদ্দেশ্য হলো–

উত্তর: মুনাফা সর্বাধিকরণ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে