সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘হিসাববিজ্ঞান এবং মার্কেটিং‘ বিষয় থেকে  ১২টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

হিসাববিজ্ঞান

প্রশ্ন : বিপরীত সম্পত্তি প্রকাশ করে কি?

উত্তর: ক্রেডিট জের।

প্রশ্ন : দুজন অংশীদারদের মুনাফা বন্টন অনুপাত কত?

উত্তর: ২:১।

প্রশ্ন : অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরে অবচয় সবচেয়ে কম দেখাবে?

উত্তর: সরল রৈখিক পদ্ধতি।

প্রশ্ন : IFRS-এর পূর্ন রুপ কি?

উত্তর: International Financial Reporting Standards.

প্রশ্ন : লাভ-ক্ষতি হিসাবে দেখানো হয়-

উত্তর: নামিক হিসাব।

প্রশ্ন : ব্যাংক সমন্বয় বিবরণীতে অপর্যাপ্রাপ্ত তহবিল চেক–

উত্তর: আমানতকারীর বইয়ের জের থেকে বাদ দেওয়া হয়।

মার্কেটিং

প্রশ্ন : পন্যের মান নির্ধারন করতে হয় কখন?

উত্তর: উৎপাদনের আগে।

প্রশ্ন :  পণ্য প্রস্তুতকরণের সময় যদি ফ্যাক্টরিতে সম্পূর্ণ পণ্য থেকে যায়, এরূপ ক্ষতিকে কি  বলা হয় –

উত্তর: উৎপাদনের ক্ষতি।

প্রশ্ন : কর অবকাশ সবচেয়ে উপযোগী কোন  ধরনের শিল্পের জন্য?

উত্তর: নতুন শিল্পের জন্য।

প্রশ্ন : ভোক্তার প্রত্যাশা অনযায়ী পণ্যের মান সংক্ষণ, উন্নয়ণ এবং নিয়ন্ত্রণকে কি বলে?

উত্তর: মান ব্যবস্থাপনা।

প্রশ্ন : উন্নতমানের পণ্য উৎপাদন ক্ষমতার জন্য ভোক্তার  কি পরিবর্তন আসে?

উত্তর: জীবনমানের উন্নয়নের পরিবর্তন।

প্রশ্ন : পণ্যের মান নিশ্চিতকরণে আন্তর্জাতিক সংস্থার নাম কি?

উত্তর: ISO.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে