মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর অধীনে ১৩৪টি শূন্য পদে প্রকল্প মেয়াদকালীন (জুলাই ২০২০ থেকে জুন ২০২৪ পর্যন্ত) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: ক্ষেত্র সহকারী।

পদের সংখ্যা: ১৩৪টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান বিভাগ) পাস। মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে ৪ বছরের মৎস্য ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-

বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে   বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা কোটা প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ও সময় : ২৫ অক্টোবর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আবেদনপত্র ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং-৫১১, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০ বরাবরে পাঠাতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে