সুপ্রিয় বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন : বাংলা নাটকের প্রথম মঞ্চ অভিনয় হয় কত সালে?

উত্তর : ১৭৯৫ সালে।

প্রশ্ন : কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচনাকারী কে?

উত্তর : প্যারীচাঁদ মিত্র।

প্রশ্ন : রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্পটির নাম কী?

উত্তর : মুসলমানীর গল্প।

প্রশ্ন :  ‘মানব-কল্যাণ’ প্রবন্ধটি রচিত হয় কোন সালে?

উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : ‘অন্ধের নড়ি’ বাগধারাটির অর্থ হলো-

উত্তর :  একমাত্র অবলম্বন।

প্রশ্ন : ‘বইচি’ শব্দের অর্থ হলো-?

উত্তর : কাঁটাযুক্ত ছোট গাছ ও তার ফল।

প্রশ্ন : ‘সীমানা ছাড়িয়ে’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?

উত্তর : উপন্যাস।

প্রশ্ন :  ‘গণক’ শব্দটির স্ত্রীলিঙ্গ কী?

উত্তর : গণকী।

প্রশ্ন : ‘নিরন্ন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো-

উত্তর : নিঃ+অন্ন।

প্রশ্ন : ‘আরোগ্য নিকেতন’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তর : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে