সোনারগাঁও ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদ ও আইকিউএসি’র আয়োজনে কভিড-১৯-এর বর্তমান প্যান্ডামিক পরিস্থিতিতে ‘ব্যবসায় উন্নয়নের বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সাপ্লাই চেইনের গুরুত্ব” শীর্ষক ভার্চুয়াল আন্তর্জাতিক সেমিনার গত ৬ সেপ্টেম্বর, রাত ৯ টায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, এসইউ’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলমগীর হোসেন, এসইউ’র রেজিস্টার  এস, এম, নূরুল হুদা ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন। সেমিনারে প্রধান বক্তা হিসেবে এসসিএম, ইউএনআইকেএল,  মালয়েশিয়ার সাপ্লাই চেইন কোচ তানজিল আসলাম ও সেশন চেয়ার হিসেবে এসইউ’র ব্যবসায় অনুষদের ডিন আবুল কালাম ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন। সেমিনারটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ও কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে