২০২১ সালে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে খেলাধুলার জনপ্রিয় গণমাধ্যম মার্কা। তালিকায় ফুটবল সেনসেশন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রও রয়েছেন। স্প্যানিশ এই গণমাধ্যমে প্রকাশিত তালিকায় একমাত্র গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছে ডেভিড ডি গিয়া।

ক্লাবের হয়ে সবসময় সাফল্যের তুঙ্গে থাকা মেসির হাতে এবার উঠেছে দেশের হয়ে কোপা আমেরিকার শিরোপা। চলতি বছরেই প্রাণের ক্লাব বার্সেলোনার সাথে চুক্তি শেষ করে পাড়ি জমিয়েছেন প্যারিসে। মাতাচ্ছেন ফ্রেঞ্চ লিগ ওয়ান। আর্জেন্টাইন এই সুপারস্টারের বেতন সাপ্তাহিক ১৩ লাখ ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৩২ লাখ ১৯ হাজার টাকা।

দীর্ঘদিনের বন্ধু লিওনেল মেসি’কে দলে পেয়ে বেশ উচ্ছ্বাসিত নেইমার জুনিয়র। যার প্রমাণ মিলছে একসাথে সময় কাটানো কিংবা বার্সেলোনায় মেসির বাড়িতে বেড়াতে যাওয়া। বন্ধুত্ব যতই গাঢ় হোক না কেন, আয়ের দিক থেকে মেসির পরেই অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছেন নেইমার। তার সাপ্তাহিক বেতন – ৮ লাখ ৩৬ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকার সমান।

তৃতীয় স্থানেই রয়েছেন বার্সেলোনায় মেসি-নেইমারদের সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। বর্তমান ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মাঠ মাতানো সুয়ারেজর সাপ্তাহিক বেতন ৭ লাখ ৯৩ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৬ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

সদ্যই জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন তালিকার সপ্তম স্থানে। সাপ্তাহিক ৫ লাখ ৩১ হাজার ডলার বেতন পান এই পর্তুগীজ ফুটবলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকার সমান। এদিকে, সর্বোচ্চ আয় করা ফুটবারদের মধ্যে আরও আছে- এমবাপ্পে, গ্রিজম্যান, গ্যারেথ বেল, কেভিন ডি ব্রুইন ও রবার্ট লেভানদোস্কি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে